কর্ণফুলীতে জাহাজডুবি: ক্যাপ্টেনসহ ৩ জনের মরদেহ উদ্ধার
<![CDATA[
চট্টগ্রামের কণফুলীতে ‘এফভি মাগফিরাত’ নামে মাছ ধরার জাহাজডুবির ঘটনায় ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরিরা।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর ডকইয়ার্ডে জাহাজটি নোঙর করার সময় হঠাৎ জাহাজের পাখা ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলে পুলিশ সুপার এ এফ এম নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফিরাত নামে ওই মাছ ধরার ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। মূলত জাহাজের প্রোপেলার খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।
আরও পড়ুন: কর্ণফুলীতে ফিশিং জাহাজ ডুবে নিখোঁজ ৬
এ সময় জাহাজে থাকা ১৫ নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ ছিলেন।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল, নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে বলে জানান নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলে পুলিশ সুপার।
]]>