কলকাতা বইমেলা: বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়
<![CDATA[
কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়। বাংলা একাডেমিসহ সরকারি প্রকাশনী এবারের মেলায় অংশ না নিলেও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সব প্রকাশনী সংস্থা বইয়ের পসরা নিয়ে বসেছে বাংলাদেশ প্যাভিলিয়নে। আগামী ৪ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যে কয়েকটি প্যাভিলিয়নের দিকে সবার নজর থাকে সেই তালিকায় প্রথম দিকেই বাংলাদেশ। ভিড়ের রেকর্ড কিংবা প্যাভিলিয়ন নির্মাণে শিল্পশৈলীতেও বরবারই পুরস্কৃত হয়ে আসছে দেশটি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন
এবারও মেলা শুরুর দিন থেকেই ভিড়ের রেকর্ডের ছক্কা হাকাতে দেখা গেল বঙ্গভবনের আদলে তৈরি হওয়া বাংলাদেশ প্যাভিলিয়নকে।
সময়, ভাষাচিত্র, সাহিত্য প্রকাশ, কাকলী প্রকাশ, জ্ঞানকোষ, পাঠক সমাবেশসহ ৪২টি প্রকাশনী সংস্থা প্যাভিলিয়নে স্টল নিয়ে বসেছে। মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) এই প্যাভিলিয়নের প্রতিটি স্টলের সামনে ছিল লম্বা লাইন।
স্থানীয় সময় বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বইমেলার পর্দা উঠছে আজ
আগামী ৪ ফেব্রুয়ারি কলকাতা বইমেলাজুড়ে পালিত হবে বাংলাদেশ দিবস। সেদিন দুই বাংলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা আয়োজনে অংশ নেবেন।
]]>