কলহের জেরে গলায় জুতার মালা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
<![CDATA[
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাট পৌরসভার কোরবানটারী গ্রামের দিনমজুর কমলা কান্ত রায়ের গলায় জুতার মালা দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
ঘটনায় দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও দ্রুত চার্জশিট দাখিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী (৪৫)।
সংবাদ সম্মেলনে মাধবী রানী লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালের ৫ নভেম্বর বিকেলে বানিয়ার দিঘী নামক এলাকায় একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে কলহ তৈরি হয়। ফলে ১১ নভেম্বর একই এলাকার প্রভাবশালী মনোরঞ্জন রায়, সুমন মোহন্ত, আউলা চন্দ্র গংরা কমলা কান্ত রায়কে মন্দির প্রাঙ্গণে ডেকে নিয়ে যায়। তখন অনেক লোকজনের উপস্থিতিতে কমলা কান্তের গলায় জুতার মালা পরিয়ে বেধরক মারধর করা হয়।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা, গ্রেফতার ৪
খবর পেয়ে স্বামীকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে মাধবীর পরনের কাপড় ছিঁড়ে ফেলে ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনের নামে একটি মামলা করেন মাধবী রানী। দীর্ঘদিন অতিবাহিত হলেও লালমনিরহাট সদর থানা পুলিশ মামলার চার্জশিট প্রদানে টালবাহনা করছে বলে অভিযোগ তার।
মাধবী বলেন, সাবেক মেয়র ঘটনার সমাধান করার কথা বলে সাদা কাগজে স্বামী-স্ত্রীর স্বাক্ষর নিয়ে ঘটনার কোনো সমাধান না করেও সমাধান দেখান।
মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই নিহার রঞ্জন রায় সেই কাগজে মামলাটি সমাধান দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে আদালত মামলাটি খারিজ করে দেন।
পরবর্তীতে কমলা কান্তের স্ত্রী মামলটি পুনরায় চালুর জন্য আদালতে নারাজি আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি পুনরায় তদন্তের জন্য গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
আরও পড়ুন: অধ্যক্ষের গলায় জুতার মালা: প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মামলাটি সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মাধবী রানী। মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের এসআই ফেরদৌস জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যতদ্রুত সম্ভব আদালতে চার্জশিট দাখিল করা হবে।
]]>




