কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ৩
<![CDATA[
পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সকালে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়।
এ সময় চোরাই কাজে ব্যবহৃত ২০টি ব্যারেল ও একটি স্টিল ট্রলার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন: মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া (২৮) ও মেহেদী হাসান (২১)। তাদের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
আরও পড়ুন: চাঁদপুরে এক হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ
আন্ধারমানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন জানান, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে ক্রয় করেছিলো চোরকারবারি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে ২০টি ব্যারেলে থাকা চার হাজার লিটার ডিজেলসহ তিন জনকে আটক করি।
তিনি আরও জানান, ‘এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি স্টিল ট্রলার জব্দ করি। পরে তাদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি এবং পুলিশের কাছে আসামি হস্তান্তর করা হয়েছে।’
]]>




