কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
পিরোজপুরের কাউখালীতে এক কলেজছাত্রীকে (১৭) উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দেয়ায় মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রী উপজেলার কাউখালী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কলেজে আসা-যাওয়ার সময় নজরুল ইসলাম তাকে নানাভাবে উত্ত্যক্ত করে ও কুপ্রস্তাব দেয়। সবশেষ মঙ্গলবার সকালে ওই কলেজছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নজরুল আবারও তকে কুপ্রস্তাব দেয় এবং হাত টেনে ধরে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নজরুল পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগে সে কলেজছাত্রীকে দেখে নেয়ার হুমকি দেয়।
আরও পড়ুন : ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে পেটালো বখাটেরা
এতে ভয় পেয়ে ইউএনও খালেদা খাতুন রেখার কাছে লিখিত অভিযোগ করেন কলেজছাত্রী। তিনি বলেন, ওই কলেজছাত্রীর অভিযোগ প্রমাণের ভিত্তিতে ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।




