বিনোদন

‘কাগুজে নয়, বিশ্ব সম্প্রদায় শক্ত অবস্থান নিক’

<![CDATA[

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কাগুজে নয়; বিশ্ব সম্প্রদায় শক্ত অবস্থান নিক। মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে পর্তুগালের কাছে সহযোগিতা চেয়েছি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর থেকে গেল পাঁচ বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নানা উদ্যোগ আর আশার বুলি শুনিয়েছে বিশ্ব সম্প্রদায়। যা সীমাবদ্ধ কেবল কাগজে কলমেই।

এমন প্রেক্ষিতে বুধবার (১৬ নভেম্বর) জাতিসংঘে মিয়ানমারে রোহিঙ্গাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক একটি প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটির পক্ষে এ যাবতকালের সর্বোচ্চ সমর্থন জানায় ১০৯টি দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফান্সিসকো আন্দ্রের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শাহরিয়ার আলম।

আরও পড়ুন: ‘যুক্তরাজ্যের নিরাপত্তার বড় হুমকি চীন-রাশিয়া-ইরান’

এসময় বাংলাদেশের চাওয়ার প্রেক্ষিতে রোহিঙ্গা সংকট সমাধানে সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন পর্তুগিজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ফান্সিসকো আন্দ্রে বলেন, শরণার্থী নিয়ে বর্তমানে বাংলাদেশ বড় ধরনের সমস্যা মোকাবিলা করছে। বাংলাদেশের মতো সাম্প্রতিক বছরগুলো ইউরোপীয় ইউনিয়নও শরণার্থী সমস্যা মোকাবিলা করছে। তাই এই ইস্যুতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কোনো দেশ একা এ সমস্যার সমাধান করতে পারবে না।

বর্তমানে পর্তুগালে ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সহজেই পর্তুগিজ ভিসা পায় সে ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!