বিনোদন

কাতারে আল জামান এক্সচেঞ্জের ১৫তম শাখা উদ্বোধন

<![CDATA[

কাতারের সালোয়া রোড ৩৭ নম্বর মেকানিজ এরিয়ায় গ্র্যান্ডমলে যাত্রা শুরু করেছে কাতারের শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান আল জামান এক্সচেঞ্জের ১৫তম শাখা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নতুন শাখাটির যাত্রা শুরু হয়। ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ড. ইউছুফ জামান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালে জামান, এমডি আব্দুল্লাহ জামান, আল জামান এক্সচেঞ্জের জি এম আনোয়ার সাদাত, অপারেশন ম্যানেজার জুবায়ের আব্দুর রহমান, ফরেক্স ম্যানেজার আর্দশ শ্রী নিবাস, অ্যাকাউন্ট ম্যানেজার সন্তোষ, বিজনেস ম্যানেজার মোসলেম উদ্দিনসহ কোম্পানি কর্মকর্তারা।

এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার বাংলাদেশি মোসলেম উদ্দিন বলেন, এ এক্সচেঞ্জের ১৫টি শাখায় প্রায় ৪০ জন প্রবাসী বাংলাদেশি কর্মরত, যা কাতারের কোনো এক্সচেঞ্জ হাউসে এতো বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত নেই।

আল জামান এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণ করে প্রবাসী বাংলাদেশিরা। এক্সচেঞ্জের পক্ষ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী বাংলাদেশিদের সবরকম সহযোগিতা করেন বলে জানিয়েছেন মোসলেম উদ্দিন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!