কাতারে বিশ্বকাপ সামনে রেখে বেড়েছে মাদক পাচার
<![CDATA[
এক সপ্তাহ পরেই কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২ এর আসর। বিশ্বকাপকে সামনে রেখে হঠাৎ দেশটিতে বেড়েছে মাদক পাচারের হিড়িক। এরই মধ্যে বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার বরাতে জানা যায়, কাতারের সামুদ্রিক শুল্ক বিভাগ মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির হামাদ বন্দর দিয়ে জর্দা জাতীয় অবৈধ তামাক পাচারের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
দেশটির কাস্টমস বিভাগ জানিয়েছে, খাদ্যসামগ্রীর একটি চালানের ভেতর অবৈধ মাদক রয়েছে সন্দেহে তল্লাশি চালানো হয়। এ সময় ১ হাজার ৩৩৮ ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৬৭২ কিলোগ্রাম তামাক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিশ্বকাপ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব ফিফা সভাপতির
কাস্টমস বিভাগ আরও জানায়, কয়েকদিন আগে তারা নারকেল ও লেবুর ভেতর লুকানো একই ধরনের মাদকের আরেকটি চালান জব্দ করেছিল।
বিশ্বকাপকে সামনে রেখে কাতার দেশটির কাস্টমস বিভাগকে ঢেলে সাজিয়েছে। অবৈধ দ্রব্য শনাক্তে সর্বাধুনিক প্রযুক্তি দেয়া হয়েছে তাদের।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ‘সন্ত্রাসী হামলার ছক কষছে’ আইএস
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসরের। এবারের বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ লাখের বেশি ফুটবলপ্রেমী কাতারে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
বিপুল সংখ্যক দর্শনার্থীর কথা মাথায় রেখে ইতোমধ্যে ৫০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে কাতার। এর জন্য যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, মরক্কো ও ন্যাটোসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেছে তারা।
]]>




