কাতার বিশ্বকাপ নিয়ে বান্নাহর ১০ পর্বের ধারাবাহিক
<![CDATA[
সহজ-সরল ব্যতিক্রমধর্মী গল্প নির্মাণের কারিগর জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা দিতে তিনি হাজির হচ্ছেন ১০ পর্বের একটি ধারাবাহিক কন্টেন্ট নিয়ে।
আপাতত এর নাম ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড’ ঠিক করা হয়েছে। তবে তা পরিবর্তন হতে পারে বলে সময় সংবাদকে জানিয়েছেন বান্নাহ। ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে এই ধারাবাহিকটি, নাম শুনেই বোঝা যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ শুরুর দিনেই গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে এর প্রথম পর্ব প্রচার হবে বলে জানা গেছে।
এতে অভিনয় করেছেন- জাহের আলভী, আরশ খান, মাখনুন সুলতানা মাহিমা, সিয়াম নাসির, ফারুক আহমেদসহ আরও অনেকেই। তার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বদমাইশ পোলাপাইন’- এর মতো এটিও একটি ইউটিউব কন্টেন্ট।
আরও পড়ুন: সহকর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ফারহান
বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় তরুণদের কাছে জনপ্রিয় ইউটিউব নাটক ‘বদমাইশ পোলাপাইন’। নাটকটির তুমুল জনপ্রিয়তার পাশাপাশি একটি দিক লক্ষণীয়, এই নাটকের প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের গল্প বলেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তরুণদের আবেগ-ভালোবাসা, জীবনের নানা-বাক সুনিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন তিনি। বান্নাহর ক্যারিয়ারের বেশিরভাগ কাজেই এই ছাপ স্পষ্ট।
কেন এমন গল্প বলতে ভালোবাসেন সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘ছোটবেলার গল্প বা স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির গল্পগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, বলতে গেলে পছন্দ করি, স্বাচ্ছন্দ্যবোধ করি। ইউনিভার্সিটি লাইফ পেড়িয়ে এসেছি অনেক আগেই, কলেজ তো অনেক আগেই ফেলে এসেছি, এ কাজগুলো আসলে আমাকে সেই জীবনে ফিরিয়ে নিয়ে যায়। শৈশবের জীবনের প্রতি একটা মায়া কাজ করে। সেই স্মৃতিগুলোকে আমি রোমন্থন করতে পারি আমার কাজ দিয়ে।
আরও পড়ুন: প্রচারে আসছে ‘চিরকুমার-চিকু সংঘ’
নিজের গল্প কি নিজের কাজে কখনো ফুটিয়ে তুলেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু গল্প থাকে এখনকার সময়ের বাস্তবতা নিয়ে, আবার কল্পনার মিশেলও থাকে। প্রতিটি গল্পই অনেক কিছুর মিশেল। যেখানে বাস্তবতাও আছে আবার আমার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনাও রয়েছে। তবে নিজের জীবনের গল্প যদি কখনো বলি, তবে তা অবশ্যই ছোট পর্দায় বলব না।’
আরও পড়ুন:শুভ জন্মদিন আহসান হাবিব নাসিম
বান্নাহ তার কাজে শুধু তারুণ্যের গল্প বলেনন না, তার নির্মাণে থাকে জীবনের নানা সময়ের অপূর্ব রূপায়ন। প্রতিটি কাজেই থাকে ভিন্ন ভিন্ন বার্তা। ২০১১ সালে প্রচারিত হয় তার পরিচালনায় প্রথম নাটক ‘ফ্ল্যাশব্যাক’। তারপর একের পর এক জনপ্রিয় নাটক নির্মাণ করে যাচ্ছেন এই পরিচালক।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইপারম্যান’, ‘দ্য টিচার’, ‘মায়ের ডাক’, ‘হোম পলিটিক্স’ , ফ্ল্যাশব্যাক। এখানেই শেষ নয়, আরও রয়েছে- এলিয়েন ও রুম্পার গল্প-০২, রিস্টার্ট, ইট ক্যান হ্যাপেন, তিন অধ্যায়, দ্য আর্টিস্ট, শেষ দৃশ্যের অপেক্ষা, থার্ড জেন্ডারসহ বেশ কিছু জনপ্রিয় নাটক।
]]>




