আর্ন্তজাতিক

কানাডায় ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত একজনের মরদেহ উদ্ধার

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। ৩০ বছর বয়সী সন্দেহভাজন ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরেক সন্দেহভাজন এখনও পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। খবর বিবিসি।

কানাডার সাসকাচুয়ানে ছুরিকাঘাতে হতাহতের ঘটনার পর থেকে সতর্ক দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সন্দেহভাজন দুই হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। তবে তাদের মধ্যে একজনকে পাওয়া গেলেও, তাকে পাওয়া যায় মৃত অবস্থায়।

পুলিশ জানিয়েছে, যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তার নাম ডেমিয়েন স্যান্ডারসন। ৩১ বছর বয়সী স্যান্ডারসনকে জেমস স্মিথ ক্রি নেশন থেকে উদ্ধার করা হয়। পলাতক আরেক সন্দেহভাজন মাইলস স্যান্ডারসন মৃত ডেমিয়েন স্যান্ডারসনের ভাই। এদিকে মাইলস রেজিনা শহরে লুকিয়ে আছেন বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে মাইলস তার ভাইকে হত্যা করেছে এবং আহত অবস্থায় কোন হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য যেতে পারে। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় তারা।

আরও পড়ুন: কানাডার হামলা নিয়ে ট্রুডোর টুইট

পুলিশ আরো জানায়, সোমবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে জেমস স্মিথ ক্রি নেশন থেকে মৃত অবস্থায় ডেমিয়েন স্যান্ডারসনকে উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহটি একটি বাড়ির কাছে ঘাসের ওপর পড়ে ছিল। ডেমিয়েনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে না যে তিনি আত্মহত্যা করেছেন।

মাইলসের বিরুদ্ধে পুলিশের কাছে বহু আগে থেকেই বিভিন্ন অভিযোগের তালিকা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা। রোববার (০৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে কানাডার সাসকাচুয়ান প্রদেশের একটি আদিবাসী অধ্যুষিত শহরে ছুরি হামলা হয়েছে এমন একটি ফোন পায় পুলিশ।

আরও পড়ুন: কানাডায় ছুরি হামলায় নিহত ১০

এরপর একে একে ১৩টি স্থান থেকে আসতে থাকে একইরকম হামলার খবর। পরে এতে হতাহতের খবর পাওয়া যায়। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরো ১৮ জন। আধুনিক কানাডার ইতিহাসে এমন সহিংসতার ঘটনা এই প্রথম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!