কাপ্তাই হ্রদে নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান মেলেনি
<![CDATA[
রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুবোঝাই নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। শনিবার রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
নিখোঁজরা হলেন- লিটন চাকমা (২০) ও এলিনা চাকমা (২০)। তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সিজকমুখ থেকে রাঙামাটি ফিরছিলেন বলে জানা গেছে।
লংগদু থানার অফিস ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বলেন, শুক্রবার (০৪ নভেম্বর) দুর্ঘটনার পর হতেই স্থানীয় জেলেদের সহায়তায় ঘটনাস্থলে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজ চালানো হয়। পরে বিকাল ৫টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দিয়ে রাত ৯টা পর্যন্ত টানা অভিযান চালায়। এরপর প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়।
শনিবার (০৫ নভেম্বর) সকাল থেকে তারা পুনরায় অভিযান শুরু করে। এরপর রাত ৯টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানও স্থগিত করে। এই দীর্ঘ সময় অভিযানের পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জানান, আমরা নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস,সেনাবাহিনী ও স্থানীয় মানুষ রয়েছে। শনিবার রাত ৯টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
প্রসঙ্গত, গত শুক্রবার বেলা ২টার দিকে বাঘাইছগির সিজকমুখ এলাকা থেকে আট যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটি সদরে যাচ্ছিল। পথে লংগদু উপজেলার কাট্টলি বিলের গাছটিলা এলাকায় বালুবোঝাই নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে গিয়ে লিটন চাকমা ও এলিনা চাকমা নিখোঁজ হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
]]>




