কাবুলে হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ৩
<![CDATA[
আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে একটি হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে শাহর-ই নাও এলাকার ওই হোটেলটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ২১ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা হামলার ঘটনা ও হতাহতরে তথ্য নিশ্চিত করেছেন।
কাবুলের মধ্যাঞ্চলে শাহর-ই নাও এলাকায় কাবুল লঙ্গান হোটেল নামে বহুতল আবাসিক হোটেলটি অবস্থিত। চীনা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় হোটেলটি। সোমবার ওই হোটেল ভবন লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাত বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এদিন হোটেলটির ভেতেরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এছাড়া কয়েকটি গুলির শব্দও শোনা যায়।
হামলার পরপরই বন্দুকধারীদের উদ্দেশে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে তিন হামলাকারী নিহত হয়। হামলাকারী ছাড়া এ ঘটনায় আরও কেউ নিহত হননি। আহত হয়েছেন ২১ জন। এর মধ্যে হোটেলের বেলকনি থেকে লাফিয়ে পালাতে গিয়ে দুইজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের শাহর-ই নাও এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ইইউ-ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের
এএফপি জানিয়েছে, হামলাকারীরা কাবুলের জনপ্রিয় ও অপেক্ষাকৃত ব্যস্ত এলাকাযর একটি হোটেল টার্গেট করেছে। হোটেলটিতে চীনা ব্যবসায়ীদের আনাগোনা বেশি। হামলার একটি ভিডিও শেয়ার করেছে স্থানীয় টোলো নিউজ। তাতে দেখা যাচ্ছে, হোটেলের জানালা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছে। তাতে কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা।
কাবুল পুলিশের এক মুখপাত্র বলেন, হামলার ঘটনাটি ঘটে বিকাল ২টা ৩০ মিনিটের দিকে। হামলার সময় হোটেলটির মধ্যে সাধারণ মানুষ অবস্থান করছিল। হামলার সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী।
আল জাজিরা জানায়, আগের দিনই (১১ ডিসেম্বর) আফগান উপপররাষ্ট্রমন্ত্রী ও কাবুলে চীনা রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে নিজেদের দূতাবাসের নিরাপত্তায় আরও বেশি মনযোগ দেয়ার দাবি করেন চীনা রাষ্ট্রদূত।
আরও পড়ুন: চীন-আরব সম্মেলন: কী পাচ্ছে মধ্যপ্রাচ্য
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কাবুলে একটি চীনা গেস্টহাউজের কাছে হামলা চালানো হয়েছে। তালেবান কর্তৃপক্ষের সঙ্গে কাবুলে চীনা দূতাবাস বিষয়টির ওপর নজর রাখছে বলেও জানায় তারা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।
]]>