কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে আনিছ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আমির আলীর ছেলে।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পীরবাড়ী এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল এবং ঘাটুরা গ্রামের সারাফাত হোসেনের ছেলে বাছির।
স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটি মোটরসাইকেলে কসবার দিকে যাচ্ছিলেন তিন যুবক। পথে আহরন্দ নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী। এতে ঘটনাস্থলেই যুবক আনিছের মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন।
আরও পড়ুন: মাদারীপুরে গাছের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর হওয়ার তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপরজনকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুর্ঘটনার একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
]]>