কারাগারে স্ত্রীদের সঙ্গে বন্দিদের 'সময় কাটানোর' অধিকার দিল পাঞ্জাব
<![CDATA[
কারাবন্দিদের জন্যে যুগান্তকারী সিদ্ধান্ত দিলো ভারতের পাঞ্জাব রাজ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ৬০ বছরের এক কারাবন্দির আবেদনের প্রেক্ষিতে স্ত্রীদের সঙ্গে বন্দিদের শারীরিক সম্পর্কের সুযোগ দেয়া হয়েছে।
গুরজিত সিং নামের ওই বন্দি পাঞ্জাবের ত্রাণ তরণ জেলায় গোবিন্দয়াল জেলে বেশ কয়েকমাস ধরে রয়েছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, জেলে থাকার সময় তার একাকিত্ব এবং মানসিক সমস্যা তৈরি হয়। এ সময় তিনি বুঝতে পারেন যদি তার স্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টা একাকি সময় কাটাতে পারেন তাহলে এই বিষয় থেকে মুক্তি সম্ভব। এরপর তিনি জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।
পাঞ্জাবের জেল কর্তৃপক্ষ জানায়, বন্দিরা কারাগারে সুব্যবহার করলে প্রতি দুই মাস অন্তর অন্তর দুই ঘণ্টার জন্যে তাদের স্ত্রীদের সঙ্গে একাকী থাকার সুযোগ পাবেন। পাঞ্জাবের জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো রাজ্যের এখন পর্যন্ত ১ হাজার বন্দি এই সুযোগ গ্রহণের জন্যে আবেদন করেছেন। এরইমধ্যে অন্তত অর্ধেকসংখ্যক মানুষ এই সুযোগ গ্রহণ করেছেন।
আরও পড়ুন: মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বন্দিদের তাদের স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর জন্যে বাথরুম, বিছানাসহ একটি ঘর বরাদ্দ করেছেন। এছাড়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিও তাদের দেয়া হচ্ছে। পাঞ্জাবের জেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা হারপ্রিত সিং বিবিসিকে বলেন, ‘আমরা বন্দিদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং সুন্দর সামাজিক জীবনে প্রবেশে এই ব্যবস্থা নিয়েছি। এছাড়া জেল জীবনে থাকলেও তাদের জৈবিক চাহিদার অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয় তার জন্যে ব্যবস্থা গ্রহণ করেছি।’
বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ফিলিপিন্স, কানাডা, সৌদি আরব, ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্য বন্দিদের তাদের স্ত্রীদের সঙ্গে একাকী সময় কাটানোর অধিকার দিয়েছে।
]]>