কিছু সাংবাদিক মাদক ব্যবসাসহ জুয়ার বোর্ড পরিচালনা করছে: শামীম ওসমান
<![CDATA[
নারায়ণগঞ্জের কিছু সাংবাদিক ও তাদের স্ত্রীরা মাদক ব্যবসাসহ জুয়ার বোর্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে অনেক ভালো ভালো সাংবাদিক আছেন। কিন্তু আপনাদের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সাংবাদিক যারা আপনাদের নাম ভাঙিয়ে অপকর্ম করছে। তারা নিজেরা এবং স্ত্রীসহ মাদক ব্যবসা করছে, জুয়ার বোর্ড পরিচালনা করছে এই নারায়ণগঞ্জে। এ সময় নারায়ণগঞ্জের সিনিয়র পেশাদার সাংবাদিকদের বিষয়টি খেয়াল করার আহ্বান জানান শামীম ওসমান।
আরও পড়ুন: জঙ্গি ছিনতাই মামলার আসামির আত্মসমর্পণ
তিনি আরও বলেন, একজন রাজনীতিবিদ খারাপ কাজ করলে সব রাজনীতিবিদ দোষী হন, একজন ইমাম খারাপ কাজ করলে সব ইমাম দোষী হন, একজন শিক্ষক খারাপ কাজ করলে সক শিক্ষক দোষী হন। তাই একজন সাংবাদিক খারাপ কাজ করলে সেটা সমাজের সবার বদনাম হবে। আপনারা মাঠে ময়দানে গিয়ে সংবাদ সংগ্রহ করতে নানা ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের বদনাম যেন কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও বন্দর উপজেলা চেয়ারম্যান এম রশিদসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা।
]]>




