কিশোরীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার অভিযুক্তের
<![CDATA[
ঘটনাটি মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা নেরুস জেলার। ১৫ বছর বয়সী কিশোরী বোনকে ধর্ষণ করেছে ১৮ বছর বয়সী ভাই। এ ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেছে ওই যুবক।
আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ওই যুবককে আদালতে তোলা হয়। এদিন বিচারকের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। শুনানির সঙ্গে সঙ্গে দোষ স্বীকার করে নেয় সে।
অভিযোগপত্রে বলা হয়, গত মে মাসে কুয়ালা নেরুসে নিজ বাড়িতে ছোট বোনকে প্রথমবার ধর্ষণ করে সে। এরপর ৫ নভেম্বর আরও একবার ধর্ষণ করে। অভিযুক্ত যুবককে জামিন দেয়া হয়নি। আগামি ১৮ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় শুরু তিন দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব
ওই যুবকের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৬ (৩) ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে। বিচারে দোষী প্রমাণিত হলে তার আট থেকে ৩০ বছর কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে কমপক্ষে ১০টি বেত্রাঘাত মারা হতে পারে।
রাষ্ট্রের পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইনতান নুর হিলওয়ানি মাত রিফিন প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনা করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না। এ ঘটনায় ধর্ষক ও ধর্ষিতার পরিচয় প্রকাশ করা হয়নি।
]]>




