কুকুর হত্যায় যবিপ্রবির রেজিস্ট্রারসহ ৪ জনের নামে মামলা
<![CDATA[
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কুকুর হত্যার অভিযোগে রেজিস্ট্রারসহ চারজনের নামে মামলা হয়েছে। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য সওগাত কামাল বাদী হয়ে সোমবার (২৪ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরমান হোসেনের আদালতে মামলা করেন। বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হচ্ছেন- বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব, স্টেট এবং নিরাপত্তা শাখার এসএম হাসান আলী, প্রধান নিরাপত্তা অফিসার মনিরুজ্জামান মুন্সী ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জের আলম মিয়ার ছেলে জাকির মিয়া।
বাদীর আইনজীবী মাহমুদ হাসান বুলু মামলার বিষয়টি জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার আহসান হাবীবের নির্দেশ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পাসের কুকুর হত্যার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে জাকির মিয়াসহ আরও দুজনকে দুই হাজার টাকায় চুক্তি করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সকালে ইঞ্জিনিয়ার আহসান হাবীবের নির্দেশে অপর আসামিরা ক্যাম্পাসের ১৮টি কুকুর ধরে ইনজেকশনের মাধ্যমের বিষপ্রয়োগে হত্যা করে। এরপর মৃত কুকুরগুলো বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানে উঠিয়ে একাডেমিক ভবনের পিছনে নিয়ে গর্ত করে পুঁতে রাখা হয়।
আরও পড়ুন: চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইর ঘটনায় গ্রেফতার ৫
ক্যাম্পাসে কুকুর হত্যার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় কোতোয়ালি থানা ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে অভিযোগ দেয়া হয়। এরপর তিনি আদালতে মামলা করেন।
]]>




