বিনোদন

কুড়িগ্রামে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

<![CDATA[

কুড়িগ্রামে আলুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লুৎফর রহমান (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১১ জানুয়ারি) সকালের দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলির হেলপার লুৎফর রহমান উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। এদিকে আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় আলুবোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!