কুমারখালীতে নিখোঁজ শিশু তামিমের মরদেহ উদ্ধার
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে নিখোঁজের এক দিন পর তামিম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (৯ অক্টোবর) সকালে কুমারখালী পৌরসভার ইকোপার্ক সংলগ্ন গড়াই নদ থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
তামিম উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার মৃত টিপু সুলতানের ছেলে। তার মায়ের নাম সুমি খাতুন।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, রোববার সকালে খবর পেয়ে গড়াই ইকোপার্ক এলাকা থেকে একটি শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ শিশু তামিমের পরিবারকে খবর দেয়া হয়। পরে তামিমের চাচা ইদ্রিস আলী ও আত্মীয়স্বজন মরদেহটি শনাক্ত করে।
আরও পড়ুন: যশোরে কলাবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৯ অক্টোবর) দুপুরে নিজবাড়ি সংলগ্ন গড়াই নদের পাড়ে তামিম ও শামিম নামের দুই শিশু খেলা করছিল। এ সময় দুজনই নদের পানিতে হাত ধুতে যায়। হাত ধোয়ার সময় তামিম নদে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়।
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনা নদীতে। তাই নৌপুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছে।
]]>




