বিনোদন

কুমারখালী-যদুবয়রা গড়াই সেতুর উদ্বোধন ১৬ ডিসেম্বর

<![CDATA[

গড়াই নদের ওপর কুষ্টিয়ার কুমারখালী শহর ও যদুবয়রার লালনবাজার ৬৫০ মিটার পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সড়কের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। দুপুরে ৫৫০ মিটার সংযোগ সড়ক কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইতিমধ্যে সেতু নির্মাণ কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। মোট ১৩টি ডেস্ক স্লিপারের মধ্যে বর্তমানে ১০ নম্বর স্লিপার ঢালাইয়ের কাজ চলছে। শতবছরের স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন মানুষ। চলতি বছরের ১৬ ডিসেম্বর সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এতথ্য নিশ্চিত করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার প্রকৌশল আশিক আলী।

তিনি বলেন, ‘সেতুর কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। প্রায় ৫৫০ মিটার সংযোগ সড়ক কাজ আজ শুরু হয়েছে। সংসদ সদস্য সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। আশা করছি ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেতু দিয়ে চলাচলের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: পদ্মা থেকে ‘রাসেল ভাইপার’ জব্দ করে গড়াইয়ে অবমুক্ত

জানা গেছে, প্রায় ছয় লাখ মানুষের বসবাস এ উপজেলায়। পদ্মা ও গড়াই দ্বারা তৃ- বিভক্ত এই উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন। গড়াই নদীর উপর সেতু না থাকায় দুপাড়ের মানুষ একে অপরকে অপার আর এপারের (দক্ষিণাঞ্চল) মানুষ বলে ডাকাডাকি করে। দক্ষিণাঞ্চলীয় মানুষদের উপজেলা পর্যায়ের সেবা নিতে নৌকার সাহায্য নিতে হয়। এতে একদিকে যেমন সময় অপচয় হয়, অন্যদিকে ভোগান্তি পোহাতে হয়।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর ওপর চুক্তিমূল্য প্রায় ৮৯ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার ব্রিজ (সেতু) নির্মাণের কাজ চলছে। সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হলেন নেশনটেক কমিনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স লিমিটেড (যৌথভাবে)।

২০১৯ সালের ১৭ এপ্রিল সেতুর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। ২০২১ সালের ২৫ অক্টোবর কাজের নির্ধারিত সময় শেষ হয়। এরপর কাজের সময় বাড়ানো হয়েছে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত। সেতুর কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। শুক্রবার থেকে সড়কের কাজ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর সেতুটি চলাচলে উন্মুক্ত করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, সেতুর কাজ প্রায় শেষ। সড়কের কাজও শুরু হয়েছে। দু- এক মাসের মধ্যেই কাজ শেষ হবে। ১৬ ডিসেম্বর সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, প্রস্তাবিত শহীদ গোলাম কিবরিয়া সেতুর কাজ শেষের দিকে। সড়কের কাজও শুরু হলো আজ। সেতুটি বাস্তবায়ন হলে মানুষের হাজার বছরের স্বপ্ন পূরণ হবে। এপার-ওপারের মাঝে সেতুবন্ধন ও ভাতৃত্ববোধ সৃষ্টি হবে।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!