কুমিল্লায় জামায়াতের গণমিছিল থেকে আটক ২
<![CDATA[
কুমিল্লায় জামায়াতে ইসলামির মিছিল থেকে দুজন আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতা ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে গণমিছিল বের করে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর। মিছিলটি নগরীর রামঘাটলা থেকে মিছিলটি শুরু করে নগরীর টমসনব্রীজ এলাকায় গেলে পুলিশ এসে মিছিলটিকে ছত্রভঙ্গ করে। এসময় দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: দিনাজপুরে জামায়াতের ১০ নেতাকর্মী আটক
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হবার পর দুজনকে আটক করা হয়েছে। মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।
]]>