কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
কুমিল্লায় ট্রাকচাপায় মো. আজমির হোসেন হৃদয় (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর জমজম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আজমির হোসেন হৃদয় কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মো. ওহাব মিয়ার ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সুলতানউদ্দিন জানান, শুক্রবার বেলা ১২ টার দিকে হৃদয় মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামমুখী যাচ্ছিলেন। পথিমধ্যে আলেখাচর এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক এসে হৃদয়কে চাপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ঝালকাঠিতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (৩০ জানুয়ারি) মো. মিজানুর রহমান সময় সংবাদকে জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারও থানায় আছে। ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। নিহতের পরিবারে সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
]]>




