কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
<![CDATA[
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ফুলগাছতলা আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের শরীফ মিয়ার ছেলে আরিফ (২৪) এবং দেবিদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের ইরফান (২৫)।
আহত হয়েছেন দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন দাস। তিনি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১
পুলিশ জানায়, মোটরসাইকেল করে ৩ জন আরোহী দেবিদ্বার উপজেলার এগারগ্রাম থেকে দেবিদ্বার শহরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি একটি গাড়িকে অতিক্রম করে কুমিল্লামুখী ট্রাকের সামনে পড়ে যায়। এতে ট্রাকচালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চাপ দিলে ঘটনাস্থলে একজন মারা যায়। স্থানীয়রা অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে আরেকজনের মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর সময় সংবাদকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
]]>