কুমিল্লায় থার্টিফার্স্টের পিকনিক থেকে তুলে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা
<![CDATA[
কুমিল্লায় থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত পিকনিক থেকে তুলে নিয়ে ফয়সাল ইসলাম হৃদয় (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই এলাকার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। তিনি থাই গ্লাসের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফাইনাল খেলায় আর্জেন্টিনার জয়ের পর এলাকার অন্যদের সঙ্গে আনন্দ মিছিল করে হৃদয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
শনিবার দিবাগত রাত দেড়টায় হৃদয়সহ তার বন্ধুরা থার্টিফাস্ট নাইট উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিল। তখন কয়েকজন যুবক এসে হৃদয়কে এক কিলোমিটার দূরে একটি মাঠে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লঞ্চে সিটে বসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান সময় সংবাদকে জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
]]>




