কুমিল্লার বিপক্ষে অল্পতেই শেষ চট্টগ্রাম
<![CDATA[
আগে ব্যাটিং করে বেশি দূরে যেতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে কোনোরকম সংগ্রহ দাঁড় করেছে আফিফ- শুভাগত হোমের দলটি। এবার প্রথম জয়ের জন্য কুমিল্লার দরকার ১৩৬ রান।
সোমবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রামের সাগরিকায় মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বল করতে এসে প্রথম ওভারেই সফলতা পান তানভীর ইসলাম। শূন্য রানেই তানভীর বোল্ড করেন চট্টগ্রামের ওপেনার উসমান খানকে।
আরও পড়ুন: টানা পঞ্চম জয়ে উড়ছে মাশরাফীর সিলেট
প্রথম উইকেটের পরে জুটি গড়েন আফিফ- ম্যাক্স ও’দাউদ। তারা করেন ৩০ বলে ৪৩ রান। ৫.৬ ওভারে এই জুটি ভাঙেন মুকিদুল ইসলাম। ২১ বলে ২৯ রান করা আফিফ ফেরেন পরিষ্কার বোল্ড হয়ে। ৮.২ ওভারে ইরফান শুক্কুরকে ফেরান মোসাদ্দেক হোসেন। তাতে ৫৫ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।
চাপের মুহূর্তে দাউদের সঙ্গে ২০ বল থেকে ১৮ রানের জুটি করেন রসুলি। তবে সেটিও ভেঙে দেন মোসাদ্দেক। ২৪ বল থেকে ২৪ রান করা দাউদ বোল্ড হয়ে সাজঘরে যান। দাউদের পরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জিয়াউর রহমান। খুশদিল শাহর সহজ শিকার হয়ে মাত্র ২ রান করেই ফেরেন জিয়া।
আর দলীয় ৭৮ রানে রসুলি আউট হলে বিপদে পড়ে স্বাগতিকরা। ৬ উইকেট হারান চট্টগ্রামের তখন দিশেহারা অবস্থা। তবে তখন এসে কাণ্ডারির ভূমিকা পালন করেন অধিনায়ক শুভাগত হোম। ২৩ বল থেকে অপরাজিত ৩৭ রান করেন তিনি। শুভাগত আর শেষদিকে মেহেদী হাসান রানার ১৩ রানে ভর করে চট্টগ্রাম করে ৮ উইকেটে ১৩৫ রান।
বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও খুশদিল শাহ। একটি উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম।
আরও পড়ুন: এবার আম্পায়ারিং নিয়ে সৌম্য-নাসিরের তর্ক
বিপিএল নবম আসরে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কোনো পয়েন্ট যুক্ত করতে না পারা কুমিল্লার অবস্থান সবার শেষে। অন্যদিকে ৪ ম্যাচ খেলে সমান দুই হার আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চ্যালেঞ্জার্স।
]]>




