বিনোদন

কুমিল্লার সাবেক এমপি গোলাম মোস্তফা আর নেই

<![CDATA[

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আস‌নের সা‌বেক সংসদ সদস্য (এমপি) এবিএম গোলাম মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই মন্ত্রী। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র।

রাত সাড়ে ১০টার দিকে এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা জানাজা ও দাফন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

আরও পড়ুন: মাদারীপুরে মাহিন্দ্র উল্টে দুই ভাগ্নে-মামার মৃত্যু

খ্যাতিমান ব্যক্তিত্ব এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালে সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মফিজউদ্দিন আহমদ ছিলেন শিক্ষামন্ত্রী।

তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছিলেন গোলাম মোস্তফা।

এবিএম গোলাম মোস্তফা বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ তিনি ১৬ বছর ৭টি মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িক্ত পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!