কুমিল্লা বাস স্ট্যান্ডে ভারতীয় ঔষুধ সহ চারজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় বুধবার বিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৭শ ৭২ টাকা মূল্যের বিপুল ভারতীয় ঔষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার মদিনা বাস স্ট্যান্ডের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানো হয়। অভিযানে ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম এলাকার সিরাজুল হকের ছেলে মো: জাবেদ (২৯), আবুল বাশারের ছেলে ওমর ফারুক (৩০), দক্ষিণ মটুয়া এলাকার জয়নাল আবদীনের ছেলে মো: মাছুম (২২) ও নেত্রকোনা জেলার পূর্বধনা থানার মাছকামড়া এলাকার যদু মিয়ার ছেলে মো: লিটন (৩৪) কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ১৮ হাজার ৪০ টাকা মূল্যের ৪৪টি প্লাস্টিকের সবুজ রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন ট্রিপালা ট্যাবেলট, ১৫ হাজার ৬শ ২০ টাকা মূল্যের ২২টি প্লাস্টিকের সাদা রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন এসপি রুলিনা, ৬৯ হাজার ৩শ ৬০ টাকা মূল্যের ৩৪টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ১১ হাজার ৬শ ৭০ টাকা মূল্যের ৬টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ৪ হাজার ৭শ টাকা মূল্যের ১০টি ঘিয়া রংয়ের প্লাস্টিকের সবুজ কর্কযুক্ত ডিএক্সএন এ্যালোব হ্যান্ড এন্ড বডি লোশন, ৩৯ হাজার ৬শ টাকা মূল্যের ৮৮টি সাদা রংয়ের প্যাকেটে মোড়ানো ডিএক্সএন টুথপেস্ট্ গ্র্যাঞ্জো প্লাস, ২ হাজার ৬শ ৩২ হাজার টাকা মূল্যের ১৪টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ডিএক্স গ্র্যাঞ্জো স্যোপ, ৬ হাজার ১শ ৫০ টাকা মূল্যের ১৫টি সাদা রংয়ের প্লাস্টিকের প্যাকেটে ডিএক্সএন এ্যালোব ক্লিনিং উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো; নিজাম উদ্দিন ভারতীয় ঔষধ সহ চারজনকে গ্রেফতারের সত্যতা ফেনীর সময় কে নিশ্চিত করেছেন।