কুশলের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ শ্রীলঙ্কার
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে বাঁচা-মরার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা। জিলংয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের দারুণ ইনিংসের ওপর ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিলংয়ে গ্রুপ এ’র লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নামা কুশল মেন্ডিসের ৪৪ বলে ৭৯ রানের ইনিংসে ভর করে এই রান সংগ্রহ করে তারা। সুপার টুয়েলভে জায়গা পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই এশিয়া চ্যাম্পিয়নদের।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল না টি-টোয়েন্টিসুলভ। পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়েও তারা সংগ্রহ করে ৩৬ রান। ধীরস্থিরভাবে শুরু করেও ইনিংস বড় করতে পারেননি পাত্তুম নিশাঙ্কা। টেস্টসুলভ ব্যাটিংয়ে ২১ বলে করেন ১৪ রান। ওয়ান ডাউনে নেমে প্রথম বলেই ফিরে যান ধনাঞ্জয়া। দুজনের উইকেটই নেন মিকারেন।
আরও পড়ুন:বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
চার নম্বরে নেমে ৩০ বলে ৩১ রান করেন আসালঙ্কা। তাকে ফিরিয়ে দেন বাস ডি লিড।
বাকিরা ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য না হলেও কুশল মেন্ডিস ছুটিয়েছেন স্ট্রোকের ফুলুঝুরি। ভানুকা নেমে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও ১৩ বলে ১৯ করে ফিরে যান ডি লিডের বলে।
ষষ্ঠ উইকেট হিসেবে ১৯ ওভারের দ্বিতীয় বলে আউট হন মেন্ডিস। ভ্যান গুগটেনের শিকারে পরিণত হওয়ার আগে ৪৪ বলে ৫টি করে চার ও ছয়ে ৭৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬২ রান।
সুপার টুয়েলভে জায়গা করে নিতে এই ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কার। অন্যদিকে দুই ম্যাচে জয় পাওয়া নেদারল্যান্ডস আজ হারলেও সুযোগ থাকছে। তবে সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে দিনের আরেক ম্যাচের ফলের দিকে। গ্রুপের তিন দলের পয়েন্ট সমান হলে রানরেটের হিসেবে সেরা দুই দল জায়গা পাবে সুপার টুয়েলভে।
]]>




