কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ৩০ লাখেরও বেশি ইট ধ্বংস
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালীতে অনুমোদনহীন ৭টি অবৈধ ড্রাম চিমনি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২৫ লাখ কাঁচা ও ৫ লাখেরও বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।
এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আতাউর রহমান, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিশু শিক্ষার্থীকে দিয়ে ইট ভাঙানোর ভিডিও ভাইরাল
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিছু অসাধু ভাটা মালিক অবৈধভাবে ড্রাম চিমনি ব্যবহার করছেন। এ বিষয়ে পরিবেশ অধিদফতরের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
চলমান অভিযানের অংশ হিসেবে যদুবয়রা ইউনিয়নের কেশবপুরে অভিযান চালানো হয়। অভিযানে বাকি ব্রিকস, সাগর ব্রিকস, সৈনিক ব্রিকস, জহুরা ব্রিকস, সিফাত ব্রিকস, এসআরবি-২ ও এসআরবি-৩ নামের সাতটি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
আরও জানা গেছে, অভিযানে সাতটি ভাটার প্রায় ২৫ লাখ কাঁচা ইট ও ৫ লাখেরও বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন: নাটোরে ইট ভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক
সরেজমিন দেখা গেছে, এক্সকাভেটর দিয়ে ভাটার চারদিকের দেয়াল ও ড্রামনি ভেঙে দেয়া হয়। কাঁচা ইটগুলো ট্রাক্টর ও পোড়ানো ইটগুলো এক্সকাভেটর দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে অবৈধ ড্রাম চিমনি ব্যবহৃত ভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটায় অভিযান চালানো হবে।
]]>




