ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার। উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন রুকুর সঞ্চালনায় এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মন্ডল, হাফিজুর রহমান, রিয়াজুদ্দিন রিপন, সদস্য সচিব অপুর্ব লাল সেন, আহ্বায়ক আব্দুল খালেক, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্স, কাশিপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক জননেতা আব্দুল মান্নান মুকুল বক্তব্য রাখেন।