খেলা
কুড়িগ্রামে তুলার মিল আগুনে ভস্মীভূত
<![CDATA[
কুড়িগ্রামের বিসিক শিল্পনগরীতে একটি তুলা ও ঝুটমিলে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টার মিলে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কুড়িগ্রাম, উলিপুর, রাজারহাটসহ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। মিলের মালিক মহসীন আলী ওমরা হজ পালন করতে দেশের বাইরে আছেন বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, বাসে আগুন
কুড়িগ্রাম বিসিক শিল্পনগরীর ডিপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
]]>




