কুড়িগ্রামে মাদকসেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা
<![CDATA[
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের (গাঁজা ও হিরোইন) দায়ে চার জনকে জরিমানা এবং জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মাদকবিরোধী অভিযানে উপজেলা শহরের পুরাতন বাজার ভুষুটারী এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।
পরে সন্ধার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের পাঁচশত টাকা জরিমানা এবং দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নাগেশ্বরীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে তাদের সরাসরি আটক করে সাজা দেয়া হয়। এ সময় মাদক বিক্রেতা পালিয়ে যায় বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: অনলাইন গেমসের টাকা যোগাতে অপহরণের নাটক সাজিয়ে ধরা!
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা এলাকার শাহাজাহান আলী ভাংরির ছেলে শফিকুল ইসলাম ময়না, নাগেশ্বরী পৌর সদরের বানিয়াপাড়ার সৈয়দ আলীর ছেলে আল আমিন, হাজীপাড়ার আকতার হোসেনের ছেলে মনোয়ার হোসেন ও হাসনাবাদ ইউনিয়নের ব্যাপারীহাট এলাকার আওরঙ্গজেবের ছেলে সফিকুল ইসলাম। জেল-জরিমানার পর তাদের আদালতে নেয় পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের সন্ধ্যার পর কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
]]>