কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
<![CDATA[
পর্যটকদের আনন্দদায়ক ও মনোরম পরিবেশে ভ্রমণের লক্ষ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
রোববার (৯ অক্টোবর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, ডাবের খোসাসহ ময়লা আবর্জনা অপসারণ করা হয়।
আরও পড়ুন: বিলীন হওয়ার পথে কুয়াকাটা সৈকত
পরিচ্ছন্নতা অভিযানে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগ দেন ক্যামেরাম্যান, মোটরসাইকেল ড্রাইভার ও স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ হাসনাইন পারভেজ, কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্যামেরাম্যানদের সভাপতি আল আমিন কাজী, সি ফুড ব্যবসায়ী কাউসার আহমেদ, ছাতা বেঞ্চ ব্যবসায়ী জনি আলমগীর প্রমুখ।
আরও পড়ুন: সৈকত যেন ময়লার ভাগাড়
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তাই দূরদূরান্ত থেকে এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার। পর্যটন পুলিশ সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম বেশি হবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।
]]>




