খেলা

কৃষিজমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নরসিংদীর কৃষকরা

<![CDATA[

প্রায় পাঁচ বছর ধরে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর, মেহেরপাড়া ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমিতে আবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা। এ নিয়ে তিন ইউনিয়নের কৃষকরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন রাইনাদী নতুন সড়কে প্রতিবাদ সভায় শত শত কৃষক জড়ো হন। এতে বক্তব্য দেন মিলের বর্জ্য ও কালো পানিতে নষ্ট হয়ে যাওয়া ফসলি জমির মালিকরা।

আরও পড়ুন: রাজনীতির উত্তেজনায় কৃষি কি আড়ালে পড়ে যাচ্ছে?

এ সময় ভুক্তভোগী মাওলানা আবু তাহের, হাজি নুরুল ইসলাম, মো. শাহ জাহান মিয়া, আব্দুল আওয়ালসহ অনেকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিজমি নষ্ট করে যেখানে-সেখানে শিল্পকারখানা করা যাবে না, আমাদের কৃষিপ্রধান দেশ, কৃষিজমি আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রক্ষা করতে হবে। কারণ, আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একশ্রেণির শিল্পপতি দালালের মাধ্যমে গ্রামের কৃষকদের জমিতে মিলের বর্জ্য ও বিষাক্ত কালো পানি ফেলছেন। এসব নরসিংদী কৃষি অধিদফতর ও সংশ্লিষ্ট প্রশাসন অবগত থাকা সত্ত্বেও শত শত বিঘা ফসলি জমিতে মিলের বর্জ্য ও দূষিত কালো পানির কারণে আবাদ বন্ধ রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!