কোচের নজর কাড়তে পারলে জায়গা হবে বিশ্বকাপ স্কোয়াডে
<![CDATA[
ত্রিদেশীয় টুর্নামেন্ট ও বিশ্বকাপকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অনুশীলন ক্যাম্প। প্রায় ৩০ ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে তিন দিনের এই ক্যাম্প। দায়িত্বে থাকবেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ক্যাম্পে কোচের নজর কাড়তে পারলে জায়গা হতে পারে বিশ্বকাপ স্কোয়াডে।সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মিরপুরে রিপোর্টিং করবেন ক্রিকেটাররা।
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে এই প্রবাদটা একেবারে ভুল হবে না। অন্তত টি-টোয়েন্টি সংস্করণ নিয়ে এ কথা বলাই যায়। এত এত পরিবর্তনের পরও আসে না কোনো উন্নতি।
সামনে বিশ্বকাপ, তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট। সমালোচনায় বিধ্বস্ত, আত্মবিশ্বাসও তলানীতে। এমন পরিস্থিতিতে বড় মিশনে নামতে হচ্ছে টাইগারদের।কিউই দেশে ভাগ্য ফিরবে কি? সুদিনের আশায় নিউজিল্যান্ড সফরের আগে দেশের মাটিতে ছোট একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। তবে একেবারে ক্যাম্প বলাও ভুল হবে। টি-টোয়েন্টি সক্ষমতার ক্রিকেটার খুঁজতে লম্বা বহর নিয়ে আয়োজন হচ্ছে ক্যাম্প।
আরও পড়ুন: যারা থাকতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে
ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণার আগে প্রায় ৩০ ক্রিকেটারকে দেখতে চেয়েছেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ক্যাম্প সামনে রেখে এরই মধ্যে দেশে এসেছেন ভারতীয় কোচ।
জাতীয় দল এবং বাইরে থাকা ক্রিকেটাররা থাকবেন ক্যাম্পে। যেখানে যুক্ত করা হয়েছে এইচপি এবং বাংলা টাইগার্স দলকে। নতুন কোচের নজর কাড়তে পারলে জায়গা হতে পারে বিশ্বকাপ স্কোয়াডে। দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকারের নামও আছে এই তালিকায়। ব্যক্তিগত ভাবে অনুশীলন করে যাচ্ছেন বেশ কিছু দিন ধরে।
শুরুতে শুধু ব্যাটার এবং পেসারদের নিয়ে ক্যাম্প আয়োজনের কথা থাকলেও, ক্যাম্পে যুক্ত করা হয়েছে স্পিনারদের। বিশ্বকাপ বিবেচনায় দেখা হবে লেগ স্পিনারদেরও। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন লেগ স্পিনারকে দেখা যাবে এই ক্যাম্পে। সরাসরি স্কোয়াডে যুক্ত না করা হলেও, দলের অনুশীলনের জন্য স্ট্যান্ড বাই হিসেবে নিউজিল্যান্ডে নেয়া হতে পারে একজন লেগ স্পিনার।
আরও পড়ুন: মুশফিকের বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছে
শঙ্কার ব্যাপার হলো বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারের ইনজুরি এখনো চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। এই ক্যাম্পের পর জানানো যাবে সোহান, হাসান ও মাহমুদদের ভাগ্যে কি আছে। পুরোদমে ব্যাক্তিগত অনুশীলন করছেন লিটন দাস এবং ইয়াসির রাব্বী।
তিন দিনের ক্যাম্পের পর ১৪ সেপ্টেম্বর ঘোষণা হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত দল। ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সফরের আগে ঘোষিত মূল স্কোয়াড নিয়ে হবে অনুশীলন।
]]>




