খেলা

কোচ-অধিনায়কে পরিবর্তনেও আলোর মুখ দেখছে না ভারত

<![CDATA[

শেষ ৯ বছরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) ইভেন্টে কোনো অর্জন নেই ভারত ক্রিকেট দলের। ৩ ফাইনালসহ ৭টি নকআউট ম্যাচ হেরেছে ভারত। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সুবিন্যস্ত ক্রিকেট কাঠামো কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ব্যয়বহুল ফ্র্যাঞ্জাইজি লিগ- কিছুই কাজে আসছে না দলটির। আইসিসি ইভেন্ট এলেই বারবার খেই হারায় মেন ইন ব্লু। যে সমস্যার সমাধানে কোচ-অধিনায়কে পরিবর্তন আনলেও আলোর মুখ দেখা সম্ভব হয়নি।

আইসিসি ইভেন্টে ভারতীয় ক্রিকেট দলের সবশেষ অর্জন ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেবার ইংল্যান্ডকে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। বার্মিংহ্যামের সেই শিরোপা উঁচিয়ে ধরার স্মৃতিটাই শেষ ৯ বছরে একমাত্র সম্বল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

২০১৪ সালে শুরু। শতভাগ জয় নিয়ে মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ফাইনালে নামে ধোনির দল। কোহলির ৫৮ বলে ৭৭ রানের পরও শেষ হাসি শ্রীলঙ্কার। ৬ উইকেটের হারে সেখান থেকেই শুরু ভারতীয় সমর্থকদের দীর্ঘশ্বাস।

১৫ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবগুলোতে জয় ভারতের। সিডনিতে ফেভারিটের তকমা নিয়ে নেমে অসহায় আত্মসমর্পণ ঘটে অজি বোলিং লাইনআপের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হারে ৯৫ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামে ধোনির দল। কোহলির ৪৭ বলে ৮৯ রানে ভর করে ২০ ওভারে ১৯২ রানের বড় পুঁজি গড়ে ম্যান ইন ব্লুরা। তবে ক্যারিবীয় তাণ্ডবে ম্যাচটা হয়ে যায় একপেশে। ৭ উইকেটের বড় জয়ে ফাইনালে পৌঁছায় ড্যারেন স্যামিরা।

ভারতীয় দলের সব চেয়ে বড় কষ্টের হার ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে কোনো পাত্তাই পায়নি বিরাট কোহলিরা। ৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারত। ১৮০ রানের জয়ে শিরোপা ঘরে নিয়ে ফেরে মেন ইন গ্রিন।

২০১৯ সালে খুব কাছে গিয়েও ব্যর্থ। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার ১৮ রানে। জাদেজা-ধোনির চেষ্টাটা যথেষ্ট ছিল না। বছর দুয়েক পর, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই কিউইদের কাছেই আবারও হৃদয় ভাঙ্গে কোহলিদের।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পাবে

টানা ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে এবার বেশ বদ্ধপরিকর ছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে নকআউট পর্বের বাধা কাটিয়ে ওঠা হয়নি। ধোনি-কোহলির পর শিরোপা খরা কাটাতে ব্যর্থ হলেন রোহিত শর্মা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!