`কোচ হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তার দেখাতাম'
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। সেমিফাইনালে ওঠার বাঁচা মরার সেই লড়াইয়ে হেরে আসর থেকে বিদায় নিয়েছে সাকিবের দল। দেশেও ফিরে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু এখনো থামেনি বাংলাদেশের ব্যর্থতার গল্প।
পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। অন্যদিকে, পাকিস্তানেরও সেমির মঞ্চে ওঠার পরীক্ষা। তাই দু’দলের সমর্থক থেকে শুরু করে নীতি নির্ধারক ও সাবেক ক্রিকেটারদের সবাই দেখেছেন সেই ম্যাচ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও উপভোগ করেছেন ম্যাচটি।
ম্যাচ দেখার পর ওয়াসিম আকরাম বলেন, তিনি যদি বাংলাদেশ দলের কোচ কিংবা অধিনায়ক হতেন, তাহলে দলের সব সদস্যকে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে যেতেন। পাকিস্তানের এক স্পোর্টস চ্যানেলের শোতে এসব কথা বলেন সাবেক এই ফাস্ট বোলার।
আরও পড়ুন: ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তান দলের ওপর ক্ষুব্ধ ওয়াসিম
সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার মূলত কথাটি বলেছেন শান্তর শট খেলা দেখে। সুপার টুয়েলভের সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে শান্ত ৪৬ বলে হাঁকান ফিফটি। কিন্তু যখন দলকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ভুল একটি শট খেলে আউট হয়ে যান এই টাইগার ওপেনার।
ওয়াসিম বলেন, শান্ত উইকেট ছেড়ে বেরিয়ে ইফতিখারের একটা বলে অদ্ভুতভাবে শট খেলে বোল্ড হলেন। যদি সিঙ্গেল খেলতে থাকতেন, তাহলে ১৫৫ রান অনায়াসে হয়ে যেত। বাংলাদেশ তাদের নিজেদের ভুলেরই মাশুল দিয়েছে।
আরও পড়ুন: ৩০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল পাকিস্তান
ওয়াসিম আকরামের মতে, বাস্তবসম্মত ব্যাটিং করেনি বাংলাদেশ। প্রতিপক্ষের সেরা বোলারদের বলে বড় শট না খেলে সিঙ্গেলস বা ডাবলস খেললে, স্কোরটা আরও ভালো করতে পারত তারা। কিন্তু বাংলাদেশ আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল, শাহিনের মতো বোলারদের বলে বড় শট খেলবে। আর সেটাই ডুবিয়েছে বাংলাদেশকে।
]]>




