বাংলাদেশ

কোথায় গিয়ে দাঁড়াবে বুবলীর ভবিষ্যৎ

<![CDATA[

অবশেষে নীরবতা ভাঙলেন বুবলী। যে রহস্যের জাল বুনেছিল বুবলী ও শাকিবকে ঘিরে, সেই জট খুলেছে শুক্রবার। শাকিব-বুবলী দুজনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের আড়াই বছরের ছেলের ছবি প্রকাশ্যে আনলেন। অপুর পথেই হাঁটলেন অভিনেত্রী শবনম বুবলীও। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখলেন ভক্তরা।

দীর্ঘ ১০ বছর শাকিব-অপুর প্রেমের গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছিলেন শাকিব-অপু দুজনেই। হঠাৎই একদিন মিডিয়া থেকে আড়ালে চলে যান অপু। যদিও তখন কারণটা ছিল অস্পষ্ট, অজানা। আর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে গিয়ে সন্তানকে প্রকাশ্যে আনেন অপু নিজেই। সেখানে খোলাসাও করেন মিডিয়ার আড়ালে তাদের নয় বছরের সংসারের কথা।

কিন্তু শাকিবের ক্যারিয়ারের কথা চিন্তা করে লুকিয়ে কলকাতায় ছেলে আব্রাহাম খান জয়কে জন্ম দিতে হলো অপুকে। অপুর এমন লাইভে এসে তাদের সম্পর্কের খোলাসা করা এবং শাকিবের সঙ্গে বুবলীর প্রসঙ্গ টেনে কথা বলা মোটেও পছন্দ হয়নি বুবলীর। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আপত্তিও জানিয়েছিলেন বেশ।

যখন বুবলী-শাকিবের নতুন রসায়নের খবর চারদিকে, ২০২০ সালের শুরুতে তখন শোবিজে ছড়িয়ে পড়ে বুবলীর অন্তঃসত্ত্বার খবর। ‘বীর’ সিনেমার শুটিং চলাকালীন বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বুবলীর বেবি বাম্প স্পষ্ট ছিল। এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরব, ঠিক তখনই হঠাৎ ফিল্ম নিয়ে পড়াশোনার অজুহাতে আমেরিকায় পাড়ি জমান বুবলী। অবশ্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর তখনও গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: শাকিব-বুবলীর ছেলেকে নিয়ে নেটিজেনরা যা বলছেন

নয় মাস বলতে গেলে বুবলীর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। অথচ ঘটনা ছিল অন্য। বুবলীও ঠিক অপুর মতোই মিডিয়ার আড়ালে চলে গেলেন। লুকিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী।

আর এত বড় খবরটিও ঠিক অপুর মতোই গণমাধ্যমে প্রকাশ করলেন বুবলীও। একটি পোস্টের মাধ্যমে ছেলেকে মিডিয়ার সামনে নিয়ে এলেন। তবে অপু ও বুবলী দুজনই কেন একই পথ বেঁছে নিলেন বা কেন বিষয়টি এভাবে সামনে নিয়ে এলেন? অপুর অন্তঃসত্তা থাকাকালীন একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছিলেন শাকিব-বুবলী। তাদের প্রেমের গুঞ্জনও তখন চাউর হয়েছিল। যখন সয়ে উঠতে পারছিলেন না তখন প্রকাশ্যে চোখের জল ফেলে বিষয়টি সামনে আনেন অপু।

আরও পড়ুন: শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জন!

অন্যদিকে, ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিনে জয়কে নিয়ে শাকিবের আবেগঘন পোস্ট দেখে মুখ খুলতে বাধ্য হন বুবলীও। ওইদিনই বেবিবাম্পের ছবি প্রকাশ করে নাড়িয়ে দিয়েছেন নেটদুনিয়া। আর পরবর্তী সময়ে প্রকাশ করলেন ছেলের ছবিও।

এটা যে অপু বিশ্বাসের ঘটনার পুনরাবৃত্তি, তা বললে অবাক হবেন না অনেকেই। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলা বাকি। কবে কখন বিয়ে করেছেন শাকিব-বুবলী, ঠিক ক্যারিয়ারের কথা ভেবেই কি বুবলীর সঙ্গে সম্পর্ক গোপন রেখেছিলেন কি না, অবশেষে বুবলীর পরিণতিও কি অপুর মতো হবে যদিও গণমাধ্যমে শাকিব-বুবলীর বিচ্ছেদেরও গুঞ্জন উঠেছে। নাকি এবার প্রকাশ্যেই দুজন সংসারজীবনে পা রাখবেন তার উত্তর জানতে এখন মুখিয়ে পুরো নেটদুনিয়া।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!