কোন হেলমেট বেশি নিরাপত্তা দেবে আপনাকে জানেন?
<![CDATA[
বাইক নিয়ে নানা প্রান্তে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে চায় বাইকাররা। তবে ঘুরে বেড়ানোর এই সুখ নিশ্চিত করতে বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরাটা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। কিন্তু সব বাইকের হেলমেটই কি আপনার সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে পারে?
এই প্রশ্নের উত্তর কিন্তু ‘না’। কি শুনে অবাক লাগছে? হেলমেট কোয়ালিটি স্ট্যান্ডার্ড বিশেষজ্ঞরা বলছে, সব হেলমেটই আপনার মাথাকে দুর্ঘটনা থেকে সুরক্ষিত করতে পারে না।
একমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটি হেলমেট ব্যবহারই রাইডারদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ মুখ ও মাথা কে আঘাত থেকে নিরাপদ রাখতে পারে।
বাইকারদের কাছে বাইকের চেয়ে যেন প্রিয় কিছু নেই। তাই প্রায়ই বাইকাররা চেনা অচেনা নানা পথে সাধের বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। কিন্তু অসতর্কতা বা স্ট্যান্ডার্ড হেলমেট না ব্যবহারের কারণে এই ভ্রমণ বাইকারদের জীবনে অনেক সময়ই সুখের না হয়ে বেদনার হয়ে ওঠে।
আরও পড়ুন: ২৯ অক্টোবর: ইতিহাসে কী ঘটেছিল সেদিন
নিরপত্তার দিক দিয়ে স্ট্যার্ন্ডাড সেফটি হেলমেট এর কিছু ক্যাটাগরি রয়েছে। যেমন ফুল ফেইস, মটোক্রস, ফ্লিপ-আপ, এডিভি, ওপেন ফেইস এবং হাফ ফেস হেলমেট। বর্তমানে সারা বিশ্বে হাফ ফেস হেলমেটকে ব্যবহার না করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
এর কারণ হলো হাফ ফেস হেলমেট ভালোমান বা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে না। বাইকারকে শতভাগ সুরক্ষিত করতে না পারায় এ ধরনের হেলমেট ব্যবহার ধীরে ধীরে বিভিন্ন দেশে বেআইনি হচ্ছে।
বর্তমানে হাফ ফেস হেলমেটের পরিবর্তে ফুল ফেইস বা এডিভি হেলমেট ব্যবহার করা উচিত। আর ৩:৪ রেশিওর হেলমেটগুলো বাইকারদের মিনিমাম সেফটি দিয়ে থাকে। বেশি সুরক্ষার জন্য ইন্টারন্যাশনাল ম্যানুফ্যকচারিং, কোয়ালিটি ও রিল্যইবিটি বিষয়ে সিউরিটি দেয় এমন হেলমেটও কিনতে পারেন আপনি। যেগুলো ব্যবহারে বাইকাররা দুর্ঘটনায় মাথা ও মুখের আঘাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে।
]]>




