কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর বাবা-মায়ের নামে বৃত্তি পরীক্ষা
<![CDATA[
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাবা ও মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় ৯টি কেন্দ্রে প্রাথমিক, কিন্ডারগার্টেন, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, বিএম-ভোকেশনাল, মাদ্রাসা ও কলেজের ৭ হাজার ৪৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: এইচএসএসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই পরীক্ষা আয়োজনের প্রধান সমন্বয়ক ফজলুল কাদের মিন্টু, অপর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আমির হোসেন বিএসসি প্রমুখ।
উল্লেখ্য, এ বছর থেকে বৃত্তি পরীক্ষার এ আয়োজন শুরু হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনটি শিক্ষা উপকরণ দেয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবার কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
]]>




