বাংলাদেশ

কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে এবার বিস্ফোরক ভারতের সাবেক ওপেনার

<![CDATA[

বাংলাদেশ-ভারত ম্যাচে বিরাট কোহলির কাণ্ড এখন আলোচনার কেন্দ্র। যার জন্য পেনাল্টি পাওয়ার কথা। আর যেটা পেলে জয় নিয়ে ফিরতে পারতো বাংলাদেশ। অধিনায়ক সাকিব অভিযোগ করার পরও ব্যবস্থা নেননি আম্পায়াররা। এ ঘটনায় ক্ষুব্ধ টাইগার সমর্থকরা। ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন সাবেকরাও। আর এবার এ ঘটনায় কোহলির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন ভারতের সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

অ্যাডিলেড ওভালে বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে জন্ম দিয়েছে নতুন বিতর্ক। মাঠে বিরাট কোহলির ভূমিকা। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত সব কিছুই গেছে রোহিত শর্মাদের পক্ষে। সমালোচনা যতটা ভারতকে ঘিরে, তার চেয়েও বেশি সমালোচনা কোহলির নামের পাশে। ভারতীয় এই ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই প্রভাব ফেলেন আম্পায়ারের সিদ্ধান্তে। তবে এতকিছুর পরেও জবাবদিহিতার ঊর্ধ্বে এই কিংবদন্তী ক্রিকেটার।

এদিন বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ডিপ অফ সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে যান লিটন। কোহলি দাঁড়িয়েছিলেন পয়েন্টে। আরশদীপ বল ছুড়ে ফেরত পাঠানোর সময়েই কোহলি বল কুড়িয়ে ছুড়ে দেয়ার ভঙ্গি করেন। মাঠের দুই আম্পায়ার ইরাসমাস ও ক্রিস ব্রাউনের চোখ এড়িয়ে যায় এই ঘটনা। তৃতীয় আম্পায়ারও আপত্তি করেননি।

ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্তে শুধু সমর্থক নয়, ক্ষিপ্ত টাইগার ক্রিকেটাররাও। ম্যাচ শেষে এ নিয়ে মিক্সড জোনে দাঁড়িয়ে অভিযোগ জানান নুরুল হাসান সোহান। তবে কর্ণপাত করেননি আম্পায়াররা। বিষয়টি স্বীকার করছে ভারতীয় গণমাধ্যমও। বেশ গুরুত্ব দিয়ে এ খবর প্রচার করেছে তারা।

আরও পড়ুন: ইংল্যান্ড জিতলেই কপাল পুড়বে অজিদের

কোহলির এমন কাণ্ডে এবার মুখ খুললেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘ওইটা ১০০ শতাংশ ফেক ফিল্ডিং ছিল! কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ইঙ্গিত দিয়েছিল। মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখতেন, তাহলে নিশ্চিতভাবেই পেনাল্টি হিসেবে ভারতের ৫ রান কাটা যেত। শুধু তাই নয়। ওই ডেলিভারিটাও ‘ডেড বল’ বলে বিবেচিত হত। ফলে দুই রান দৌড়ে নেয়ার জন্য ভারতের বিপক্ষে ৭ রান পেত বাংলাদেশ। এমনকি সেই ডেলিভারি ‘ডেড বল’ হওয়ার জন্য আরও একটি বাড়তি বল খেলার সুযোগ পেত সাকিবরা। কিন্তু তেমন কিছু ঘটেনি। কারণ আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গেছে। তারা দেখলে বাংলাদেশ কিন্তু জিতে যেত। মনে রাখবেন আমরা কিন্তু ৫ রানে ম্যাচ জিতেছিলাম।’

ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘ভারতীয় দল এই যাত্রায় বেঁচে গেলেও পরেরবার থেকে আম্পায়াররা কিন্তু সজাগ থাকবে। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে। বাংলাদেশের অভিযোগ কি সঠিক? হ্যাঁ। তারা সঠিক বিষয় নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু সমস্যা হলো আম্পায়াররা ঘটনার দিকে নজরই দেয়নি। তাই এই ইস্যু নিয়ে এখানেই কথা বলা বন্ধ করা উচিত।’

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ইতিহাস গড়ে সোনা জিতল ভারত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যানকে কোনোভাবে বাধা দিলে বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসেবে দিতে পারেন। তবে বাংলাদেশ-ভারত ম্যাচে মাঠে থাকা দুই আম্পায়ার মনে করেননি, কোহলি কোনো অপরাধ করেছেন। তাছাড়া মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ারের চোখ থেকে ঘটনা এড়িয়ে যায়। তাই কোহলিকে শাস্তি দেয়া হয়নি।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!