ক্রিকেটখেলা

কোহলি হারিয়ে দিয়েছে ভারতকে!

এশিয়া কাপে গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরে গেছে ভারত। আগে ব্যাট করা ভারত বিরাট কোহলির ৬০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ১ বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান। এ ম্যাচে দলের হাল ধরে লড়াকু সংগ্রহ এনে দিলেও হারের জন্য অনেকেই কোহলির দায় দেখছেন।

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচেই রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দীর্ঘদিন ধরে রানখরায় ভোগা বিরাট কোহলি। সেদিন ৩৫ রান করা কোহলি পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষেও অপরাজিত থাকেন ৫৯ রানে। সুপার ফোরের প্রথম ম্যাচেও রান পেয়েছেন ভারতের এই  সাবেক অধিনায়ক।

এদিন পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতকে শুভসূচনা এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম ৫ ওভারে ভারতকে এনে দেন ৫৪ রানের পুঁজি। তবে এমন দারুণ শুরু ধরে রাখতে পারেনি ভারত। দলীয় ৬২ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার। এরপর ব্যাট হাতে ব্যর্থ হন সূর্যকুমার যাদব ও রিশভ পন্ত। সূর্যকুমার ১৩ ও পন্ত ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। হার্দিক পান্ডিয়া তো খুলতে পারেননি রানের খাতা।

বাকিদের ব্যর্থতার দিনেও অবিচল ছিলেন কোহলি। ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলে ভারতকে এনে দেন ১৮১ রানের লড়াকু পুঁজি। যাদব, পন্ত ও পান্ডিয়া মন খুলে খেলতে পারলে ভারতের সংগ্রহটা হয়তো আরও বড় হতো।

তবে এমন ইনিংস খেলে উল্টা সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলিকে। অনেকেই তো ভারতের হারের পেছনে দেখছেন কোহলির দায়। ৪টি চার ও ১টি ছয়ে ৬০ রানের ইনিংস খেলা কোহলি শেষদিকে রান তুলতে পারেননি দ্রুত। ইনিংসের শেষ ওভারে যখন ভুবনেশ্বর কুমার ননস্ট্রাইক এন্ডে তখন টানা তিন বল ডট খেলেন তিনি। প্রথম তিন বলে সিঙ্গেল না নেয়ার পর চতুর্থ বলে ডাবলস নিতে গিয়ে রানআউট হয়ে যান কোহলি।

সে সময় রান না নেয়ায় দলের রান কিছু কম হওয়ায় ভারত হেরে গেছে বলে মনে করেন অনেক সমর্থক। তাই ভারতের হারের পর চলছে কোহলির সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ট্রল করছে কিং কোহলিকে।

আমান নামের একজন টুইট করেছেন, ‘আমার বিবেচনায় ম্যাচ হারার কারণ: লাস্ট ওভারে কোহলির তিনটি ডট বল খেলা। আর্শদীপের ক্যাচ মিস। ব্যয়বহুল ১৯তম ওভারে ভুবির ইয়োর্কার দিতে না পারা।’

আরেক আইডি থেকে টুইট করা হয়, ‘শেষ ওভারে কোহলি ডট দেয়াতেই আমরা  হেরে গেছি।’

আরেকজন তো টুইটে কোহলিকে প্রতারকও বলে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেন অথচ স্ট্রাইকরেট তারপরও ১৫০ নয়, আমি ফের বলছি  বিরাট কোহলি টি-টোয়েন্টির সবচেয়ে বড়  প্রতারক।’

কোহলির রান না পাওয়াটা এতদিন ভারতের সমস্যা ছিল। এখন রান পাওয়ার পরও ভারতের সমস্যার নাম কোহলিই!

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!