ক্যাপিটলে হামলা: ট্রাম্পকে বিচারের আওতায় আনার দাবি
<![CDATA[
২০২১ সালে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন বা ক্যাপিটলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারির পক্ষে ভোট দিয়েছে তদন্তকারী কমিটি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কমিটির ১০তম শুনানি ছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
মধ্যবর্তী নির্বাচনের আগে চূড়ান্ত শুনানিতে কমিটি জানায়, যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের জন্য ট্রাম্প সম্পৃক্ত এবং তার বিজয় ঘোষণা করার পূর্বপরিকল্পনা নিয়েছিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে যখন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল, তখন কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবনে ঢুকে আগ্রাসন চালিয়েছিল, তা তদন্ত করতে কাজ করছিল কমিটি।
ভিডিও ফুটেজ দেখিয়ে প্যানেলটি জানায়, হামলার সময় কংগ্রেসের নেতাদের দেখা যায়নি। আর ক্যাপিটলে হামলার সময় ট্রাম্প নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদিও প্যানেলটি ট্রাম্পের বিরুদ্ধে আইনি অভিযোগ আনতে পারে না, তবে তাদের ঘটনাটি পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে জনসাধারণের কাছে উন্মুক্ত হয়েছে।
আরও পড়ুন: বড় সংকটে মার্কিন অর্থনীতি, মাসে হারাবে ১ লাখ ৭৫ হাজার চাকরি
কমিটির চেয়ারম্যান রিপাবলিকান বেনি থম্পসন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমন করার জন্য প্যানেলের সিদ্ধান্ত মার্কিন জনগণের জন্য গুরুত্বপূর্ণ। তাকে (ট্রাম্প) অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসের শুনানিতে বলা হয়েছিল, ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে দিতে রাজি হননি বলে নির্বাচন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।
জর্জিয়ার স্টেট সেক্রেটারি ব্রাড র্যাফেন্সপার্জার বলেছেন, তারা যত অভিযোগ পেয়েছিলেন তার প্রতিটিই তদন্ত করে দেখেছেন।
]]>