খেলা
ক্যাবরেরায় আস্থা রাখল বাফুফে
<![CDATA[
বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আরও এক বছর মেয়াদ বেড়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার। বাফুফে ও কোচ দুই তরফেই চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২১ সালে এক বছরের চুক্তিতে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত ডিসেম্বরে তার চুক্তির মেয়াদকাল শেষ হয়। নতুন কোচ হিসেবে কে আসবেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই ফুটবলপাড়ায় চলছিল জোর আলোচনা। তবে শেষ পর্যন্ত ক্যাবরেরায় আস্থা রাখল বাফুফে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাশনাল টিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্প্যানিশ এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী এক বছরের জন্য অর্থাৎ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে।
বিস্তারিত আসছে…
]]>




