ক্যাম্পাস বন্ধের বিষয়ে যা জানালেন ইডেন অধ্যক্ষ
<![CDATA[
রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ক্যাম্পাস বন্ধের ঘোষণা সঠিক নয় বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি সাত কলেজের আওতাভুক্ত কলেজের পরীক্ষাসহ স্বাভাবিক শিক্ষাকার্যক্রম চলছে।
গত কয়েকদিন ধরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠে ইডেন কলেজ। আধিপত্য বিস্তার, সিট বাণিজ্যসহ সাধারণ ছাত্রীদের হেনস্তার অভিযোগে শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তোলেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।
এর পরিপ্রেক্ষিতে কয়েক দফায় সংঘর্ষ হয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে। এর জেরে কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।
আরও পড়ুন: ইডেনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
এদিকে, মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কলেজ বন্ধের ঘোষণা সঠিক নয় বলে জানিয়েছেন ইডেন অধ্যক্ষ।
তিনি বলেন, কলেজ বন্ধের কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার পাশাপাশি বিভাগগুলোতে ভাইভা, প্র্যাকটিক্যাল চলছে, মাস্টার্সের ক্লাস চলছে। সবাই ব্যস্ত। এখন হল খালি করার কোনো নির্দেশনা দেয়ার প্রশ্নই নেই। এখানে কলেজ বন্ধ বা হল বন্ধের কোনো ব্যাপার নেই।
সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আগামী বুধবার এবং বৃহস্পতিবারও যথারীতি ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এরপর থেকে পূজার এবং অন্যান্য ছুটি শুরু হবে। তাছাড়া পূজার বন্ধ যেটি সেটি তো স্বাভাবিক বন্ধ। প্রতিবারের মতো সে সময়ও হোস্টেল খোলা থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করছেন। এই পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে গণমাধ্যমে যারা রয়েছেন তাদের সহযোগিতা করতে হবে।
আরও পড়ুন: ‘আমাদের ওপর অনেক চাপ’
প্রসঙ্গত, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ নানা হয়রানির বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে বক্তব্য দেয়ায় সংগঠনের এক নেত্রীর ওপর চটেন সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুল ফেরদৌস নামে ওই নেত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন অন্যপক্ষের নেতাকর্মীরা।
পরদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনাও ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। সহ-সভাপতিসহ ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
]]>