ক্যারিয়ার সেরা ইনিংস নিগারের, তবুও ভাগ্য বদলায়নি বাংলাদেশের
<![CDATA[
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নারী দলের ভাগ্য বদলায়নি ওয়ানডেতেও। স্বাগতিকদের কাছে হেরেই চলেছে দেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর এবার প্রথম ওয়ানডেতেও হেরে গেলেন টাইগ্রেসরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার (১১ ডিসেম্বর) জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের নারী ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
ওয়েলিংটনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১০ রান তুলতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা ফারজানা হক ফেরেন ১ রান করে।
অবশ্য তৃতীয় উইকেট জুটিতে রানের দেখা পায় দেশের মেয়েরা। ওপেনার শারমিন আক্তারকে নিয়ে ৬৪ রান যোগ করেন নিগার সুলতানা। ৬৩ বলে ১ চারে ২৯ রান করে শারমিন ফিরলে ভাঙে জুটি।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের গল্প তুলে ধরা হয়েছে এই চিত্রকর্মে
এরপর লতা মণ্ডলের সঙ্গেও ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাঘিনীরা। নিগার সুলতানাসহ ৩ ব্যাটার হন রান আউট। ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০-এর বেশি করতে পারেনি তারা।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন নিগার। ১৩৩ বলে ৪ চার ও ১ ছয়ে ৭৩ রান করেন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন জেস কের।
আরও পড়ুন: কাতারে মসজিদের সৌন্দর্য দেখতে ভিন্নধর্মী মানুষেরও ভিড়
জবাবে ব্যাট করতে নেমে সুজি বেটসের ৯১ বলে অপরাজিত ৯৩, ম্যাডি গ্রিনের ৭০ বলে অপরাজিত ৫৯ রানে চড়ে ১৯ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সোফি ডিভাইন ও অ্যামেলিয়া কেরকে সাজঘরে ফিরিয়েছিলেন জাহানারা আলম, সেটিও টানা দুই বলে।
]]>