ক্যালিফোর্নিয়ায় আবারও চলল গুলি, নিহত ৭
<![CDATA[
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা। মন্টেয়ারি পার্কে বন্দুকধারীর গুলিতে ১১ জনের প্রাণহানির পর সোমবার (২৩ জানুয়ারি) গুলিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে এ প্রাণহানির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবর, মন্টেয়ারি পার্কে গত শনিবার (২১ জানুয়ারি) বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান ১১ জন। তার মাত্র দুদিন পর (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য আইওয়াতে বন্দুকধারীর গুলিতে আরও ৩ জন হতাহত হয়। এরপর আবারও ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে বন্দুকের গুলিতে ঝরল ৭টি প্রাণ।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানিয়েছেন, তিনি মন্টেয়ারি পার্কে হতাহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই তিনি সংবাদ পান ৬১০ কিলোমিটার দূরের হাফ মুন বে হত্যাকাণ্ডের বিষয়ে। টুইটারে তিনি লিখেন, ‘ট্র্যাজেডির পর ট্র্যাজেডি ঘটেই চলেছে।’
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১
হাফ মুন বে শহরের স্যান মাতেও কাউন্টির সুপারভাইজার রে মুয়েলার বলেছেন, ‘নিহতদের মধ্যে বেশ কয়েকজন কৃষিকর্মীও রয়েছেন। ঘটনাস্থলে শিশুও ছিল। এটি আমাদের সম্প্রদায়ের জন্য খুবই হৃদয়বিদারক ঘটনা।’
স্যান মাতেওয়ের কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস এরই মধ্যে সন্দেহভাজনকে শনাক্ত করেছেন। তার নাম চুনিল ঝাও (৬৭)। তাকে গ্রেফতারও করা হয়েছে। ক্রিস্টিনা জানিয়েছেন, ঝাও ঘটনাস্থলের একটি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করত।
এদিকে, নতুন বছরের প্রথম ২২ দিনেই ৩৬টি হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ৫৯ জন। সোমবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানায়।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে মোট ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ৭০৬ জন। আহত হন ১১৫ জন। আর ২০২২ সালে মোট হামলা হয় ৬৪৮টি। এসব হামলায় নিহত হয়েছেন ৬৭৩ জন। আহত হয়েছেন কয়েকশ’।
]]>