ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬
<![CDATA[
বন্দুকধারীর গুলিতে ৬ মাসের শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। শিশুটির মায়ের বয়স মাত্র ১৭ বছর। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ক্যালিফোর্নিয়ার প্রধান কৃষি উপত্যকার তুলারে কাউন্টির একটি গ্রামে এই ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার প্রধান দুই শহর লস অ্যাঞ্জেলস এবং স্যান ফ্রান্সিসকোর মধ্যবর্তী একটি কৃষিপ্রধান গ্রাম গোশেনে ওই হামলার ঘটনা ঘটে। গ্রামটিতে অন্তত ৫ হাজার ৪০০ লোকের বসবাস রয়েছে বলে জানা গেছে।
কাউন্টি শেরিফ এই হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসায় সংক্রান্ত কোন বিষয় জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, যে বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বাড়িতেই কয়েক আগেই মাদক থাকার সন্দেহে তল্লাশি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকর্মীর মৃত্যু
তুলারে কাউন্টি শেরিফ মাইক বুড্রৌ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকারীরা একটি বার্তা দিতে চেয়েছে। আমরা মনে করি, এই পরিবারটিকে টার্গেট করে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত মোটাদাগে দুজনকে সন্দেহ করছি।’
স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। কিন্তু ততক্ষণে হত্যাকারীরা সবাইকে হত্যা করে সেখান থেকে চলে গেছে। নিহতদের কয়েকজনকে পাওয়া যায় বাড়ির সামনের রাস্তায় এবং বাকিদের বাড়ির ভেতরে।
মাইক বুড্রৌ জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও একজন মারাত্মক আহত অবস্থায় জীবিত ছিল। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেই ব্যক্তি মারা যায়।
]]>