বাংলাদেশ

ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয়কে খুন, গ্রেফতার আরও ১

<![CDATA[

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুজনকে গ্রেফতার হলো।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দুই ভাই এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় শোক প্রকাশ করে উচ্চতর তদন্তের দাবি জানিয়েছেন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।   

গত বুধবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও হাচিনসন রোডের কাছে একটি বাগানে চার ভারতীয় বংশোদ্ভুত’র মরদেহ পাওয়া যায়। এরপরই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) অপহরণ ও হত্যার অভিযোগে জেসুস ম্যানুয়েল নামে একজনকে আটকের পর জেল হাজতে পাঠানো হয়।  

এর ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার (৭ অক্টোবর) জেসুসের ভাই আলবার্তো সালগাদোকে হত্যার ষড়যন্ত্র ও প্রমাণ নষ্টের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এর আগে নিষিদ্ধ পদার্থ রাখার দায়ে সাজাপ্রাপ্ত সালগাদো ২০১৫ সালে জেল থেকে মুক্তি পান। এ হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে দুজন নিহত

সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর সালগাদোর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

পুলিশ জানায়, নিহত পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন অভিযুক্ত জেসুস। কাজে অসন্তুষ্ট হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করার পর থেকেই শিখ পরিবারটিকে গত ১ বছর ধরে নানা হুমকি দিয়ে ম্যাসেজ পাঠাতেন তিনি। ব্যক্তিগত আক্রোশ থেকেই ভারতীয় বংশোদ্ভূত চার জনকে হত্যা করা হয়। 

এদিকে এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এক টুইট বার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!