ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
<![CDATA[
সিলেটে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম আহমদ নামে এক যুবক (২২) খুন হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার ছাতারখাই গ্রামের আব্দুল খালিকের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম সময় সংবাদকে জানান, শুক্রবার সকালে জৈন্তাপুর উপজেলার ছাতার খাইর লামা মহল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জহিরুল ইসলামকে মারধর করে প্রতিপক্ষ।
আরও পড়ুন: সাবেক স্ত্রীর স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত
এর জের ধরে জহিরুল ইসলামের বড় ভাই মাসুম আহমদ শনিবার সন্ধ্যায় চতুল বাজারে প্রতিপক্ষ কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষ মাসুমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় মাসুমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
মাসুমের মরদেহ ওসমানী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
]]>




